মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা সিলেটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহানগর শাখার উদ্যোগে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি হাফিজ মনসুরুল হাসান রায়পুরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শামিম আহমদ, সহ সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান, একরামুল আজিজ, জেলা সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, শামসুদ্দীন বাণীগ্রামী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, যুব জমিয়তের মহানগর সভাপতি মাওলানা সদরুল আমীন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা মোহাম্মদ আলী, মুফতি মুতিউর রহমান, তোফায়েল আহমদ উসমানী ও জেলা প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী। পরিচালনায় ছিলেন সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
শাহপরান গেইটে তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তৌহিদী জনতার মিছিল ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দরগায়ে হযরত শাহজালাল মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুহিবুল হক। সদস্য সচিব মাওলানা হিফজুর রাহমান ও মাওলানা খালিদ মোহাম্মদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন হাফিজ আব্দুর রহমান, হাফিজ তজ্জমুল আমীন, মাওলানা নিজাম উদ্দিন, মুফতি জাকারিয়া, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন আনু, মাওলানা ওলীউর রহমান, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ নুমানী, মাওলানা ফয়সল আহমদ, হাফিজ মাওলানা মিসবাহুল আম্বিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, মাওলানা জাহেদুল ইসলাম, হাতিম আলী গাজী, হাফিজ আব্দুল আহাদ, মাওলানা আখতারুল ইসলাম ও মাওলানা জসিম উদ্দিন।
জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের নতুন বাজার সোনালী ব্যাংকের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান ফারুক। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ, সিলেট জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল হক, অন্যতম নেতা মাওলানা কামরুল ইসলাম ছমির, হাফিজ সাহেদ আহমদ ও উপজেলা দর্জি কল্যাণ সমিতির সভাপতি কাওছার আহমদ। পরিচালনায় ছিলেন মাওলানা হাসান বিন ফাহিম।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদররের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুতে গিয়ে শেষ হয়।
শুক্রবার বাদ জুম্মা নূরুল হেরা জামে মসজিদের সামনে থেকে জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নূরুল হেরা জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। জেলা ছাত্র জমিয়তের সভাপতি এখলাছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, জেলা যুব জমিয়তের সভাপতি মুফতি আমীর আহমদ, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মামনুনুল হক, সদস্য হাফিজ আব্দুল করিম দিলদার, যুব নেতা আব্দুল করিম আজহারী, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা মাবরুরুল হক ও ছাত্রনেতা ওয়াছিকবিল্লাহ হিব্বান।
ঐদিন বিকেলে মেজরটিলা বাজারে কলরব সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কলরব সিলেট বিভাগীয় শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মালিক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম। বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ হাবিবুর রহমান হাবীব, ইসলামী তরুণ সংঘের সহ সভাপতি মো আশরাফ হোসাইন স্বপন, সহকারী পরিচালক মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ওলীউর রহমান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আহমদ মুসা, হাফিজ মাহমুদুর রহমান, হাফিজ আব্দুর রব, মো আব্দুল কাইয়ুম, সংগীত পরিচালক হাফিজ ফুরহাতুল হক চৌধুরী, সহকারী সংগীত পরিচালক হাফিজ দিলওয়ার হুসেন, বুরহান উদ্দীন মামুন, আরাফাত হুসাইন, আলী মর্তুজা, জাবের আহমদ, আব্দুর রাজ্জাক ও হাফিজ আব্দুল হান্নান। পরিচালনায় ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসিত।
Leave a Reply