মিয়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে জগন্নাথপুর উপজেলার সচেতন মুসলিম জনতা কুবাজপুরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শিবগঞ্জ চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মুরব্বি আনফর উল্লাহ। বক্তব্য রাখেন মাওলানা জয়নুল হক শাহরাজ, হাফিজ আব্দুল হাই, হাফিজ আমিনুল হক, হাফিজ মামুন, আব্দুর রশীদ, মাওলানা আবু খালেদ, মাওলানা শামসুল ইসলাম সুহেব, ক্বারী আব্দুল বাসিত, মিজানুর রহমান, দবির মিয়া, মঞ্জুর আহমদ, শাহিন আহমদ, নিজামুল হক, আব্দুল মতিন ও শাকির আহমদ। পরিচালনায় ছিলেন সাংবাদিক মাসুম আহমদ।
পরে একটি বিক্ষোভ মিছিল শিবগঞ্জ বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুবাজপুর দারুল উলূম মাদরাসার প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
Leave a Reply