মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, অমানবিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এবং রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার দাবিতে সিলেটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্ট ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
দলের জেলা সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড সিকান্দার আলী।
নারী মুক্তি সংসদের জেলা সভাপতি ইন্দ্রানী সেন সম্পার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, যুব মৈত্রীর মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা, নারী মুক্তি সংসদের জেলা সাধারণ সম্পাদক সায়রা আক্তার।
Leave a Reply