নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং এই অমানবিক আচরণ বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবন্দ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, জ্যেষ্ঠ আইনজীবী শহিদুল ইসলাম শাহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ, শ্রমিক নেতা জুবের খান, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাছিত শেরো, সংস্কৃতিকর্মী ডা নাজরা চৌধুরী, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু প্রমুখ।
Leave a Reply