সুনামগঞ্জ প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গাদেরকে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
সোমবার দুপুর ১টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো আবদুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো শেরেনূর আলী, সাবেক সভাপতি অ্যাডভোকেট আপ্তাবউদ্দিন আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ সায়েখ আহমদ প্রমুখ ।
বক্তারা বলেন, মিয়ানমারে এই গণহত্যা চালাচ্ছে সে দেশের রাষ্ট্রীয় বাহিনী। এই মানবতাবিরোধী অপরাধ বন্ধে জাতিসংঘ দায়সারা ভূমিকা পালন করছে।
তারা রোহিঙ্গাদের জীবন ও সম্পদ রক্ষায় বিশ্ব নেতৃবৃন্দকে মিয়ানমারের উপর কঠোর চাপ প্রয়োগের আহবান জানান।
Leave a Reply