সুনামগঞ্জ প্রতিনিধি : মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখা।
শনিবার দুপুর ১২টায় টায় শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তারা হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান।
তারা বলেন, একটি সভ্য রাষ্ট্রে এভাবে সেনাবাহিনী হত্যাযজ্ঞ চালাতে পারেনা।
রোহিঙ্গাদের রক্ষায় আর্ন্তজাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে তারা আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জসীম উদ্দিন দিলীপ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, সাবেক পৌর কাউন্সিলর আবু তাহের মিয়া, মফচ্ছির আলী, আব্দুল কাদির শান্তি মিয়া প্রমুখ।
Leave a Reply