মিয়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে মাদানী ছাত্র কাফেলা সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর মহানগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদানী ছাত্র কাফেলা সিলেটের আহবায়ক আব্দুস সালাম। বক্তব্য রাখেন জামিয়া দারুল উলুম সিলেটের অধ্যক্ষ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জামিয়া দারুল কোরআন সিলেটের শিক্ষক মাওলানা আলী নূর, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান মাওলানা আসলাম হোসাইন রহমানী, বৃহত্তর জৈন্তা সংগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব গোলাম আম্বিয়া কয়েস, জামেয়া নাজাতুল্ল উম্মা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাদানী কাফেলা মহানগর আহবায়ক হাফিজ শাব্বির আহমদ রাজী, জেলা আহবায়ক হাফিজ মাসউদ আজহার, ছাত্র নেতা এম বেলাল আহমদ চৌধুরী, সৈয়দ উবায়দুর রহমান, শাহিদ হাতিমী, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, আতিকুর রহমান হাতিমী, মুকাদ্দস আলী, আল আমিন, রেজাউল করিম, আব্দুর রশিদ নোমান, সালমান বিন বিলাল, আবু হানিফা, হাফিজ জাহেদ আহমদ ও ক্বারী আব্দুর রহিম। পরিচালনায় ছিলেন সদস্য সচিব শাখাওয়াত শিকদার।
Leave a Reply