সুনামগঞ্জ প্রতিনিধি : মিয়ানমারে নিরীহ রোহিঙ্গা হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং এসব নৃশংসতা বন্ধে জাতিসংঘের কার্যকর হস্তক্ষেপের দাবিতে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ সুনামগঞ্জে মানববন্ধন করেছে।
শুক্রবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাহবুবের পরিচালনায় বক্তব্য রাখেন, সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, ব্যবসায়ী নূরুল হাসান আতাহের, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক বেুরহান উদ্দিন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কে এম শামসুল আলম রাসেল।
Leave a Reply