এনা, নিউইয়র্ক : মিয়নমারের আরাকান ও রাখাইন রাজ্য সহ পুরো মিয়ানমারে নির্বিচারে মুসলিম নর-নারীদের নির্যাতন, ধর্ষণ এবং শিশু ও গণহত্যার প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশের আগে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধে জাতিসংঘের নবনির্বাচিত মহাসচিব এন্টোনিও গুটারেজ ও জাতিসংঘ স্থায়ী মিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
নিউইয়র্ক সময় বুধবার সকাল ১১টায় সংগঠনের প্রেসিডেন্ট মহিউদ্দিন মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
আমেরিকানস এগেইনস্ট জেনোসাইড অব মুসলিম ইন মিয়ানমার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশের সহযোগিতায় ছিল উত্তর আমেরিকার অন্যতম ইসলামিক সংগঠন মুসিলম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা, ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা-ইকনা, বার্মা টাস্ক ফোর্স-বিটিএফ ও ইউনাইটেড উলামা কাউন্সিল অব নর্থ আমেরিকা সহ ৩৬টি সংগঠন।
প্রচন্ড ঠাণ্ডা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক মানুষ উপস্থিত হন। তাদের হাতে ছিলো বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন। এতে আঁকা ছিল রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের অমানুষিক চিত্র।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, রোহিঙ্গাদেরকে মিয়ানমার সরকার অবৈধ অভিবাসী বলে মনে করে এবং তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেখানে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা বাহিনী ও বৌদ্ধ চরমপন্থীদের হাতে নিপীড়ন, ভীতি প্রদর্শন ও সহিংসতার মুখোমুখি হচ্ছে।
বক্তারা আরো বলেন, মিয়ানমারে মুসলিম হত্যা বিশ্ববিবেককে তাড়িত করেছে।
তারা মিয়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সহ জাতিসংঘের নবনির্বাচিত মহাসচিব ও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা মিয়ানমারের মুসলমানদের প্রতি সদয় হয়ে অস্থায়ীভাবে আশ্রয় প্রদানের জন্য আহবান জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইকনার সেক্রেটারি জেনারেল তারিকুর রহমান, ইমাম আইয়ূব বাকী, মুনার সহকারী সেক্রেটারি আরমান চৌধুরী, ইউনাইডেট উলামা কাউন্সিলের প্রেসিডেন্ট মুফতি লুৎফর রহমান ক্বাশেমী, মূলধারার নেতা মোহাম্মদ এন মজুমদার, আদম কেরর, লুৎফর রহমান লাতু, ইঞ্জিনিয়ার ফারুক ওয়াদুদ, সাংবাদিক ইমরান আনসারী, মাহবুবুর রহমান, জেনারদান চৌধুরী, হোসনেয়ারা বেগম প্রমুখ
Leave a Reply