মৌলভীবাজার প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গারা নিপীড়ন ও নির্যাতনের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বাংলাদেশে মানবিক কারণে তাদের আশ্রয় দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরৎ পাঠানো হবে।
তিনি আরো বলেছেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে যে ধরনের নির্দেশনা দেবে সে অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো শাহাব উদ্দিন, সাংসদ সৈয়দা সায়রা মহসিন ও আব্দুল মতিন, সিলেট রেঞ্জের ডিআইজি মো মিজানুর রহমান ও জেলা প্রশাসক মো তোফায়েল ইসলাম প্রমুখ।
এর আগে তিনি জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী বড়লেখা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
Leave a Reply