মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন বন্ধ করা ও নিপীড়িত রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেয়ার দাবিতে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি জিন্দাবাজারে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাসদ জেলা শাখার সদস্য সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের মোখলেছুর রহমান, রেজাউর রহমান রানা প্রমুখ।
নেতৃবৃন্দ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার দাবি জানান।
পাশাপাশি মিয়ানমার সরকারের সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে, প্রয়োজনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করে রোহিঙ্গা সমস্যার মানবিক সমাধানে তাদের বাধ্য করতে উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।
Leave a Reply