নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধ করে এই জনগোষ্ঠীকে নিজ ভূমিতে পুনর্বাসিত করার দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে।
শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার দুপুরে ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচির আয়োজন করে।
এতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ ড ইলিয়াছ উদ্দিন বিশ্বাস এবং আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক সৈয়দ শামসুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিবুল আলম সহ অন্যান্য শিক্ষক যোগ দেন।
মানববন্ধন চলাকালে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও তাদের দেশ ত্যাগে বাধ্য করার ঘটনাকে ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লংঘন বলে অভিহিত করেন।
তারা দ্রুত এই গণহত্যা বন্ধে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
Leave a Reply