মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার বাদ জুম্মা সিলেট মহানগরীতে মাদানী কাফেলা বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে ও সাধারণ মাওলানা সালেহ আহমদ শাহবাগীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, যুব জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ খান, সিলেট জেলা মাদানী কাফেলার আহবায়ক মাওলানা মাসউদ আজহার, মাওলানা আব্দুস সালাম, জামিয়া ফরিদাবাদের শিক্ষক মাওলানা লোকমান হাকিম, মাওলানা কবির আহমদ, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, হাফিজ আব্দুল করিম হেলালী, মাওলানা সালিক আহমদ, জামিল আহমদ, ক্বারি আব্দুর রহিম, হাফিজ আশরাফ আলী, হাফিজ নাজমুল ইসলাম, মাওলানা মাহমুদ হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহীনুর পাশা চৌধুরী মিয়ানমারে মুসিলম গণহত্যা বন্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
তিনি ২১ সেপ্টেম্বর সিলেট থেকে টেকনাফ অভিমুখী রোর্ড মার্চ সফল করার জন্য সর্বস্তরের জনতার সাহায্য সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে মিয়ানমার নেতা অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করা হয়।
Leave a Reply