সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম বলেছেন, যারা নিরীহ মুসলমানদের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে অত্যন্ত নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে এবং গণহত্যা করছে প্রকৃত পক্ষে তারা মানুষ নয়-মানুষ নামের কলংক। অবিলম্বে মিয়ানমারে নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে হবে।
বুধবার দুপুরে সিলেট মহানগরীর সুরমা মার্কেট পয়েন্টে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদের জাতীয় মানবাধিকার সোসাইটি জেলা শাখা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি অ্যাডভোকেট আল আসলাম মুমিনের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট মো লালা, অ্যাডভোকেট আশিক উদ্দিন, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন খান, অ্যাডভোকেট আব্দুল মন্নান, অ্যাডভোকেট আব্দুস শহিদ, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু ও অ্যাডভোকেট ড এম শহিদুল ইসলাম।
পরিচালনায় ছিলেন মানবাধিকার কর্মী দুলাল রেজা ও আলী আকবর রাজন।
Leave a Reply