মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশের উদ্যোগে মিয়ানমারে রাখাইন অঙ্গরাজ্যে রোহিঙ্গাদের অমানবিক নির্যাতন, নির্মম হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে এবং এসব অপকর্ম বন্ধের দাবিতে শুক্রবার বাদ জুম্মা সিলেট মহানগরীর সিটি পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আসলাম রহমানীর সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মুশতাক আহমদ ফুরকানীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী ঐক্যজোট নেতা ডা হাবিবুর রহমান, মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান, ক্বারী আবু ইউসুফ চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ মাছুদ, শায়েখ সাইফ উদ্দীন, মুফতি সাদিকুর রহমান, মাওলানা সিফত উল্লাহ, মাওলানা আজিজুর রহমান, হাফিজ আশরাফ, মাওলানা ফখরুল ইসলাম নোমান, প্রিন্সিপাল মাওলানা জহিরুল হক, মাওলানা আখলাকুর রহমান, মাওলানা এনামুল হক মামুন, মাওলানা নোমান আহমদ, হাফিজ আব্দুল হাই প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, মিয়ানমারের নির্বিচারে রোহিঙ্গা হত্যায় বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো সহ জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা সত্যিই দুঃখজনক।
তারা বাংলাদেশ সীমান্তে আশ্রয়ের জন্য আগত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
Leave a Reply