নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে এমনিতে কোন সঙ্কট নেই; কিন্তু পার্শ্ববর্তী মিয়ানমারের দুর্বৃত্ত সামরিক সরকার সে দেশের নাগরিকদেরকে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে সঙ্কট সৃষ্টি করেছে। অনেককে হত্যাও করেছে
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর উপকণ্ঠে মালনীছড়া চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তবে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, দুর্গাপূজায় অসূর নিধনের সাথে সাথে রোহিঙ্গাদের উপর নির্যাতনকারী অসূরেরও বিনাশ হবে।
আবুল মাল আবদুল মুহিত পরে মহানগরীতে আরো পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী প্রমুখ।
Leave a Reply