সুনামগঞ্জ প্রতিনিধি : ‘বিশ্ব বিবেক জাগ্রত হোক-মানবতার জয় হোক’ এই প্রতিপাদ্য নিয়ে মিয়ানমারে মুসলিম শিশু ও নারী সহ গণহত্যা এবং ধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সংস্কৃতিকর্মী, স্কাউট ও সাংবাদিকদের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট এনাম আহমদ, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বাংলাভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এ আর জুয়েল ও সাবেক পৌর কাউন্সিলর মনির উদ্দিন মনির।
Leave a Reply