নিজস্ব প্রতিবেদক : সিলেটে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় ৪০ মিনিট মহানগরীর চৌহাট্টা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
মরদেহ হস্তান্তরের পর ছাত্রলীগের একাংশ ওসমানী মেডিকের কলেজ হাসাপাতাল থেকে মিছিল করে চৌহাট্টায় গিয়ে সড়ক অবরোধ করে।
ওমর আহমদ মিয়াদের মরদেহ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
Leave a Reply