জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন, মিসবাহ উদ্দিন তাহার খুনিদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রকাশ্যে এ রকম হত্যাকাণ্ড সভ্য সমাজ কিছুতেই মেনে নিতে পারে না।
শুক্রবার বিকেল ৩টায় খাদিমনগরে হযরত শাহপরান (র) মাজারের প্রধান গেট এলাকায় বিসিক শিল্প নগরীর শ্রমিক সংগঠন ও বৃহত্তর শাহপরান এলাকার সাধারণ ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক মেম্বার আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ দুলালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শ্রমিক লীগের সদর উপজেলা সভাপতি মকবুল হোসেন খান, মহানগর নেতা শেখ তোফায়েল আহমদ শেপুল, যুবলীগ নেতা শাহানূর আহমদ, বেলাল আহমদ, কাওছার আহমদ, জাকির হোসেন, শ্রমিক নেতা এমদাদুল হক, শাহিন আহমদ, ফয়েজ আহমদ, জয়নুল আহমদ, শেবুল আহমদ, এমদাদুল হোসেন, ছাত্রলীগ নেতা হোসেন আলী, খালেদ বর, এনামুল হক, আব্দুল মতিন, মাহফুজ মিয়া, লিটন আহমদ, আব্দুল্লা আল নোমান, মাহবুব হোসেন, জুয়েল ইসলাম, আজাদ মিয়া প্রমুখ।
Leave a Reply