‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।
আলোচনা সভাটি ৭ই নভেম্বর সোমবার বিকেল ৩টায় মহানগরীর দরগা গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।
এতে যথা সময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার জন্য বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
এদিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে খন্দকার মালিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় মহানগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারের আলোচনা সভা সফলের জন্যও তারা দলীয় নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড আবুল মঈন খান সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply