নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর মিরাবাজার এলাকায় বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার জন্যে তাৎক্ষণিক চিকিৎসা ব্যয় হিসেবে সরকার থেকে অর্থ সাহায্য দেওয়া হয়েছে।
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন অগ্নিদগ্ধ হন। আহতদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশনার অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান বিরতি ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
পরে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদগ্ধ ৯ জনের প্রত্যেককে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার প্রদান করা হয়।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্তব্যরত চিকিৎসকদেরকে আহতদের উন্নত চিকিৎসা দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সূত্র তথ্য বিবরণী
Leave a Reply