বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পবিত্র মাহে রমজান কুরআন হাদিসের আলোকে জীবন পরিচালনার সুমহান শিক্ষা দিয়ে থাকে।
বৃহস্পতিবার, ২৩ মার্চ বিকেলে সিলেট মহানগরীর মিরাবাজারে শাহপরান পশ্চিম ও কোতয়ালি পূর্ব থানা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহপরান পশ্চিম থানা আমীর মু আনোয়ার আলীর সভাপতিত্বে ও কোতয়ালি পূর্ব থানা আমীর রফিকুল ইসলামের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, দলের মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নেতা শাহেদ আলী, আব্দুস শহীদ জোয়ারদার, আহমদ আল মাহমুদ, মাওলানা গিয়াস উদ্দিন ও শাহীন উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply