সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মিমা প্রবাসী গ্রুপের অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মো ইমাদ উদ্দিন নাসিরী। সভাপতিত্ব করেন মুরব্বি গিয়াস উদ্দিন আছকির আলী। বিশেষ অতিথি ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান লিলু মিয়া, হিউম্যান রাইটস ওয়াচ অব বাংলাদেশের চেয়ারম্যান দেলওয়ার হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসেন খোকন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, রেঙ্গা হাজীগঞ্জ বাজার ইকবাল একাডেমির পরিচালক দেলওয়ার হোসেন, ফ্রান্স ওভার ভিলা জামে মসজিদের ইমাম ও খতিব শেখ আব্দুস শহীদ, মাস্টার নুরুল ইসলাম, ময়না মিয়া, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক শাহীন আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ শাহ নেওয়াজ আহমদ। পরিচালনায় ছিলেন মিমা প্রবাসী গ্রুপ বাংলাদেশের সাধারণ সম্পাদক রোমান আহমদ।
প্রবাসীদের অর্থায়নে গেলো বছর ২৭ লাখ টাকা ব্যয়ে ২টি কালভার্ট সহ অর্ধেক রাস্তা নির্মাণ করা হয়। রাস্তার বাকি অংশ ২য় দফায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ শুরু হয়েছে।
Leave a Reply