জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ মো লোকমানের বিরুদ্ধে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফছর খান ও সদস্য আশিকুর রহমান আশিকের নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের প্রথম সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেলের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও সৈয়দ সারওয়ার রেজার যৌথ পরিচলনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি সাহেদ বখত, জেলা ছাত্রদলের সহ সভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শাহ রুমেল, যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাসুক আহমদ প্রমুখ।
Leave a Reply