নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের মিডল্যান্ড যুবলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক জুবের আলম খুরশেদ সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট সামসুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামিম রশিদ চৌধুরী, দিরাই উপজেলা যুবলীগ নেতা এনামুল হক লীলু, সুরমাভিউ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক এমদাদুল হক সোহাগ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, আওয়ামী লীগ নেতা মিজান চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আহমদ দুলাল ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু ছালিম।
Leave a Reply