বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসায় ছাত্রলীগ হামলা, ভাংচুর ও লটুপাট করেছে বলে অভিযোগ করে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘দুটি ছাত্র সংগঠনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের হামলা, ভাংচুর ও লুটপাটের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। অবৈধ ক্ষমতার মোহে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সিলেটের দীর্ঘ দিনের লালিত রাজনৈতিক শিষ্টাচারকে বিনষ্ট করেছে। তারা একের পর এক সীমা লংঘন করে প্রতিহিংসার অপরাজনীতির কালো অধ্যায়ের সুচনা করেছে।’
নেতৃবৃন্দ এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
Leave a Reply