অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বদর উদ্দিন আহমদ কামরান কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার মহানগরীর আদালতপাড়ায় পিপি কার্যালয়ে গিয়ে তারা মিছবাহ উদ্দিন সিরাজকে এবং ছড়ারপার বাসভবনে গিয়ে বদর উদ্দিন আহমদ কামরানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি মো এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহ সভাপতি মো জাহাঙ্গীর মিয়া, সাবেক সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরী সদস্য বদরুল ইসলাম তারেক, জয়দেব চক্রবর্তী, খালেদ হোসেন প্রমুখ।
Leave a Reply