নিজস্ব প্রতিবেদক : অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ টানা তৃতীয়বার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেটে বিপুলভাবে সংবর্ধিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছলে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কমী-সমর্থক তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা এম এ মোমিন চৌধুরী প্রমুখ।
নেতা-কর্মী-সমর্থকরা অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজকে মোটর শোভাযাত্রা সহকারে মহানগরীতে নিয়ে আসেন।
অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ অন্য নেতাদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
Leave a Reply