অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হওয়ায় গ্রেটার সিলেট ল গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার দুপুর ১টায় সিলেট জজ কোর্ট পিপি হলে তারা তার সাথে সৌজন্য সাক্ষাত করে তাকে অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মকলু মিয়া, অ্যাডভোকেট জসিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবের বখত জুবের, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসর আজিজ, অন্যতম নেতা অ্যাডভোকেট আলা উদ্দিন, অ্যাডভোকেট প্রসেনজিত প্রণয় প্রমুখ।
Leave a Reply