নিজস্ব প্রতিবেদক : জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধ শিশুর জীবনের প্রথম টিকা। শাল দুধের মাধ্যমে ৩১ শতাংশ শিশুমৃত্যু কমানো সম্ভব। এতে এন্টিবডি বেশি থাকে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিশুর জন্ডিসের আশংকা থাকে না।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে সাংবদিকদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
এতে আরো উল্লেখ করা হয়, শিশুর ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধই সকল পুষ্টি চাহিদা পূরণ করে। শুধুমাত্র মায়ের দুধ খাওয়ালে শিশুর সর্বোচ্চ শারীরিক, মানসিক ও বুদ্ধির বিকাশ ঘটে। শিশুর সুস্থ জীবনের ভিত্তি মজবুত হয়। শিশুর পরবর্তীতে স্থুলতা, ডায়বেটিস ও হৃদরোগ হওয়ার ঝুঁকি কমে যায়। মায়ের স্তনক্যান্সার ও জরায়ুর ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা মোহাম্মদ সোহরাওয়ার্দী। মায়ের দুধের উপকারিতা তুলে ধরেন, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের বিভাগীয় প্রতিনিধি সজীব চৌহান। আলোচনায় অংশ নেন, বিভাগীয় সহাকারী স্বাস্থ্য পরিচালক ডা আনিছুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
Leave a Reply