নিজস্ব প্রতিবেদক : সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যার বিচার ও সকলের নিরাপত্তার দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সিলেট সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল নিয়ে হত্যাকাণ্ড স্থলে যান সর্বস্তরের মানুষ। পরে সেখানে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, শাবিপ্রবির শিক্ষক মাজহারুল ইসলাম, রবীন দে, সোহেল রানা, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও মাহিদ আল সালামের ফুফু জান্নাত আরা পান্না।
Leave a Reply