নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিদ আল সালাম ছিনতাইকারীদের হাতে নিহত হবার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট মহানগরীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে মহানগরীর চৌহাট্টা এলাকায় কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। ফলে চারটি সড়কেই যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাহিদ আল সালামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সিলেটকে অপরাধমুক্ত করার দাবি জানান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমও উপস্থিত ছিলেন।
প্রায় এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হয়।
Leave a Reply