সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় সোমবার বিভিন্ন ইভেন্টে মোট ৮টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে ক্যারম এককের দুটি খেলায় বিজয়ী হয়েছেন আলী আকবর চৌধুরী ও দেবাশীষ দেবু। ক্যারম দ্বৈতের দুটি খেলায় বিজয়ী হয়েছেন এম আর টুনু তালুকদার-শাহিন আহমদ জুটি ও দেবাশীষ দেবু-মামুন হাসান জুটি।
সাপলুডুর দুটি খেলায় বিজয়ী হয়েছেন শংকর দাস-সুব্রত দাস জুটি ও ইয়াহই্য়া মারুফ-মোকলেছুর রহমান জুটি।
কলব্রিজে বিজয়ী হয়েছেন মইনুল হাসান টিটু ও এনামুল কবীর।
এছাড়া দাবায় জয় পেয়েছেন শাহীন আহমদ।
Leave a Reply