মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফাইনালসহ বিভিন্ন খেলা সম্পন্ন হয।
জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্যারম প্রথম রাউন্ডে এককে বিজয়ী হয়েছেন শাহ দিদার আলম নবেল, মামুন হাসান, নবীন সোহেল ও আশরাফ আহমদ।
প্লে-কার্ড ব্রের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নেহার রঞ্জন পুরকায়স্থ চ্যাম্পিয়ন হন। রানার্সআপ হয়েছেন ছামির মাহমুদ।
লুডু এককে সেমিফাইনালে বিজয়ী হয়েছেন আল আজাদ ও পল্লব ভট্টাচার্য্য।
সাপ লুডু এককে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন দিব্য জ্যোতি সী। রানার্সআপ হয়েছেন এনামুল কবীর। তৃতীয় হয়েছেন ফয়জুল আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply