মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের একাদশতম দিন অতিবাহিত হলো।
শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন খেলার মধ্যে ক্যারম প্রথম রাউন্ডে এককে বিজয়ী হয়েছেন সৈয়দ রাসেল, এ এইচ আরিফ ও মো ওলিউর রহমান। এছাড়া ক্যারম দ্বৈতে মঈন উদ্দিন-শংকর দাস জুটি বিজয়ী হয়েছেন।
লুডু এককের তৃতীয় রাউন্ডে বিজয়ী হয়েছেন মঈন উদ্দিন, একরাম হোসেন, নবীন সোহেল ও পল্লব ভট্টাচার্য্য।
প্লে-কার্ড কল ব্রিজ ফাইনালে এনামুল কবীর চ্যাম্পিয়ন হন। রানার্সআপ হয়েছেন পল্লব ভট্টাচার্য্য। তৃতীয় স্থানে আছেন যৌথভাবে ইয়াকুব আলী ও নবীন সোহেল।
এছাড়া প্লে-কার্ড টুয়েন্টি নাইনের ফাইনালে উঠেছেন নাসির উদ্দিন-নবীন সোহেল জুটি।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply