মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিনের প্রতিটি খেলায়ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়।
বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রেসক্লাবে বিভিন্ন ইভেন্টে খেলা চলে। এতে দাবা এককে সৈয়দ রাসেল ও এ এইচ আরিফের মধ্যে খেলায় এ এইচ আরিফ বিজয়ী হন। ওয়াকওভারে বিজয়ী হন লিয়াকত শাহ ফরিদী।
প্লে কার্ড কলব্রিজে শংকর দাশ ও তুহিন আহমদ বিজয়ী হন। একই খেলায় সুব্রত দাস, এনামুল কবীর ও রায়হান উদ্দিন ওয়াকওভারে বিজয়ী হয়েছেন।
লুডু এককে ওয়াকওভারে বিজয়ী হয়েছেন মঈন উদ্দিন, ছামির মাহমুদ, অমিতা সিনহা, রায়হান উদ্দিন, আনন্দ সরকার ও মামুন হোসেন।
সাপলুডু এককে মঈন উদ্দিন ও আবু বক্কর বিজয়ী হয়েছেন। এছাড়া ওয়াকওভারে বিজয়ী হন লিয়াকত শাহ ফরিদী ও দেবাশীষ দেবু।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply