মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের সপ্তদশতম দিন শনিবারে ক্যারমের কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক্যারম এককের তৃতীয় রাউন্ডের খেলায় বিজয়ী হয়েছেন মো নূরুল ইসলাম।
এছাড়া দ্বৈতের প্রতিযোগিতায় এ এইচ আরিফ-আশরাফ আহমদ ও এম আর টুনু তালুকদার-দিব্য জ্যোতি সী জুটি বিজয়ী হয়েছেন।
দ্বিতীয় রাউন্ডে ক্যারম দ্বৈতের প্রতিযোগিতায় সৈয়দ রাসেল-মোহাম্মদ নাসির উদ্দিন জুটি এবং এ রাউন্ডের এককে এস সুটন সিংহ ও মোহাম্মদ নাসির উদ্দিন বিজয়ী হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply