মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের ষোড়শ দিবসে একটি ফাইনালসহ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্যারম এককের দ্বিতীয় রাউন্ডের খেলায় বিজয়ী হয়েছেন মুকিত রহমানী।
এছাড়া ক্যারম দ্বৈতের প্রতিযোগিতায় মঈন উদ্দিন-শংকর দাস, মো ইউসুফ আলী-মো নূরুল ইসলাম, এ এইচ আরিফ-আশরাফ আহমদ ও এম আর টুনু তালুকদার-দিব্য জ্যোতি সী জুটি বিজয়ী হয়েছেন।
দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন এ এইচ আরিফ। রানার্সআপ হয়েছেন মো ইউসুফ আলী।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply