ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু হচ্ছে। এবার নাম দেয়া হয়েছে ‘মাহা প্রথম সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ ২০১৭।’ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর আয়োজন করছে।
প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের টাইটেল স্পন্সর ফ্যাশন হাউস মাহা। কো-স্পন্সর ৭টি প্রতিষ্ঠান। ২৯শে জানুয়ারি সন্ধ্যা পৌণে ৬টায় জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমদ খেলার উদ্বোধন করবেন।
উদ্বোধনী খেলায় অংশ নেবে আবাহনী ক্রীড়া চক্র ও জনতা ক্লাব। পরবর্তী খেলাগুলো প্রতিদিন ২টি করে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটি বৃহস্পতিবার জেলা ক্রীড়া ভবনে সংবাদ সম্মেলন করে। এতে জানানো হয়, খেলায় অংশ নেবে ১০টি দল। খেলা হবে ফ্ল্যাট লিগ পদ্ধতিতে। প্রত্যেকটি দল নামী-দামী খেলোয়াড় মাঠে নামাবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদ সদস্য বিজিত চৌধুরী ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply