মাহা-জেলা প্রেসক্লাব ক্রীড়ার দ্বিতীয় রাউন্ডের রবিবারের খেলায় ক্যারামে (দ্বৈত) জয় পেয়েছে মনিরুজ্জামান মনির ও লিয়াকত শাহ ফরিদী জুটি।
কার্ড টোয়েন্টিনাইনেও এই জুটি জয়লাভ করেছে।
লুডু এককে জয়ী হয়েছেন আবু বকর, তুহিনুল হক তুহিন, মোকলেছুর রহমান ও কাইয়ুম আল রনি। দাবায় জিতেছেন এ এইচ আরিফ।
সোমবার দুপুর ১২টায় ক্যারাম এককে খেলবেন আবু বকর ও মনোয়ার জাহান চৌধুরী, দুপুর ১টায় নূরুল ইসলাম ও ওলিউর রহমান, লুডুতে এককে দুপুর ১টায় এনামুল কবীর, ওলিউর রহমান, রাহুল তালুকদার পাপ্পু ও মামুন হাসান।
আর সন্ধ্যা ৭টায় দিনের শেষ খেলায় ক্যারামে (দ্বৈত) অংশ নেবেন, মঈন উদ্দিন-মোস্তাফিজুর রহমান রুমান জুটি ও মুকিত রহমানী-নূরুল হক শিপু।
Leave a Reply