ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন-ইমজা আয়োজিত চতুর্থ মাহা—ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দল আহ্বান করা হয়েছে।
সিক্স এ সাইড ফরমেটের এই ক্রিকেট টুর্নামেন্টে সরকার নিবন্ধিত গণমাধ্যমের নামে দল অংশ নিতে পারবে।
অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইমজা, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, শাবিপ্রবি প্রেসক্লাব, সিকৃবি প্রেসক্লাব কিংবা এম সি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য হতে হবে।
আগ্রহী খেলোয়াড়বৃন্দকে ড্রাফ্টে অংশ নিতে ২ মার্চ রাতের মধ্যে সাকিব আহমদ মিটুর (০১৩২৪৭১০৩৯) কাছে নাম তালিকাভুক্ত করাতে হবে। সবার অংশগ্রহণে আনন্দঘন প্লেয়ার ড্রাফটের মাধ্যমে প্রত্যেক দলের সদস্যদের বেছে নেওয়া হবে।
সিলেট মহানগরীর জিন্দাবাজারে ব্লু ওয়াটার শপিং সিটির ৮ম তলায় ইমজা কার্যালয়ে ২ মার্চের মধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য দলের নাম জমা দিতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply