ক্রীড়া প্রতিবেদক : সিলেটে ‘সাংবাদিকদের বিশ্বকাপ’ নামে পরিচিতি পাওয়া মাহা-ইমজা মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে। জেলা স্টেডিয়ামে প্রচণ্ড দাপটে খেলে শিরোপা নিয়ে গেছে সংবাদ টাইগার্স। রানারআপ হয়েছে টিম একাত্তরের কথা। চূড়ান্ত খেলাটি অত্যন্ত উপভোগ্য ছিল।
সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) চার বছর ধরে মহানগরীর সকলস্তরের সাংবাদিকদের বিনোদনের জন্যে ফ্যাশন হাউস মাহার সৌজন্যে আয়োজন করছে এই ফুটবল টুর্নামেন্টের, যা গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবার মিলনমেলায় পরিণত হয়।
এবারের মিলনমেলায় অংশ নেয় ৮টি গণমাধ্যম দল। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন, সিলেট বিভাগের কমিশনার মশিউর রহমান, এনডিসি। সোমবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক মফিজ উদ্দিন আহমদ, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯ অধিনায়ক লে কর্নেল আবু মুসা মো শরীফুল ইসলাম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন, খেলা পরিচালনা কমিটির সদস্য আরটিভি প্রতিনিধি কামকামুর রাজ্জাক রুনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন, ইমজার সাধারণ সম্পাদক এটিএন নিউজ প্রতিনিধি সজল ছত্রী। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা শুরু হয় বিকেল ৪টায়। এতে প্রথমার্ধের ১৩ মিনিটে এ এইচ আরিফের দেওয়া একমাত্র গোলে সংবাদ টাইগার্স জয় লাভ করে।
Leave a Reply