ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত মাহা-ইমজা তৃতীয় মিডিয়া কাপ ফুটবলের পর্দা উঠছে রবিবার। দুপুর ২টায় সিলেট জেলা স্টেডিয়ামে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম।
মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে এবার ৪টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে, নিউজ টোয়েন্টিফোর ও চ্যানেল আই ইউরোপ। বিকেল ৪টায় দিনের দ্বিতীয় খেলায় যমুনা টেলিভিশন প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাভিশনের সাথে। প্রতিটি দল শনিবার বিকেলে শেষ অনুশীলনে অংশ নেয়।
খেলা উপভোগ করতে সাংবাদিকসহ ফুটবলপ্রেমী দর্শকদের আহ্বান জানিয়েছেন, ইমজার সভাপতি আশরাফুল কবীর, সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু এবং ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক শামসুল ইসলাম সেলিম ও সদস্য সচিব মারুফ আহমদ।
Leave a Reply