মুজিববর্ষ উপলক্ষে মাহমুদ উস সামাদ চৌধুরী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
ফেঞ্চুগঞ্জ সার কারখানার মাঠে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন, এম এস সি স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
মাহমুদ উস সামাদ চৌধুরী প্যাভেলিয়নে শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো মফিজুর রহমানের সভাপতিত্বে ও পারভেজ আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহজালাল সার কারখানার উপ মহাব্যবস্থাপক এ টি এম বাকি, প্রকল্প পরিচালক আনসার আলী শিকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়াত হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিত্রশিল্পী সুদীপ্ত মালিক সুদেন, বিশিষ্ট ব্যবসায়ী গহর রাব্বানী, এম এস সি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য আব্দুল মতিন, জালাল আহমদ, আওয়ামী লীগ নেতা মামুন আহমদ নেওয়াজ, মিসবাহ আহমেদ চৌধুরী, সিরাজুল ইসলাম খান, শাখাওয়াত হোসেন তরু, আব্দুল আওয়াল কয়েস, মইনউদ্দিন আহমদ, আব্দুল মালিক সাইস্তা, ফয়জুল ইসলাম মানিক, বিজন দেবনাথ প্রমুখ।
উদ্বোধনী খেলায় রাগীব-রাবেয়া ক্রিকেট একাডেমি, ঢাকা দক্ষিণ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে।
টস জিতে ঢাকা দক্ষিণ ক্রিকেট ক্লাব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে।
জবাবে রাগীব-রাবেয়া ক্রিকেট একাডেমি ১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন রাগীব-রাবেয়া ক্রিকেট একাডেমির অধিনায়ক সায়েম আহমদ।
টুনার্মেন্টে ২৪টি দল অংশগ্রহণ করছে। শনিবার সকাল ১০টায় বেসিক ক্রিকেট একাডেমি বনাম এসটিএ ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply