ক্রীড়া প্রতিবেদক : মুজিব শতবর্ষ উপলক্ষে ফেঞ্চুগঞ্জ মাইঝগাঁও মাঠে মাহমুদ উস সামাদ চৌধুরী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার বিকেলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও মাহফুজুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হোসেন, ফয়জুল ইসলাম মানিক, মিসবাহ আহমেদ চৌধুরী, মহিব উদ্দিন বাদল ও ডা. জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম।
উদ্বোধনী খেলায় ফখরুল এন্ড নূরুল ব্রাদার্স ৪-০ গোলে বাঘমারা একাদশকে পরাজিত করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, আনোয়ার হোসেন সাজু। ধারাবিবরণীতে ছিলেন, আজিম উদ্দিন।
টুর্নামেন্টে ২৬টি দল অংশগ্রহণ করছে।
Leave a Reply