সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এবং দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেনের পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাবিব হোসেনের উদ্যোগে শনিবার রাতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আগে হাবিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হযরত শাহজালাল (র) দরগার মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি ও হাবিবুর রহমান হাবিব।
পরে মোনাজাত করা হয়।
Leave a Reply