সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ সর্বস্তরের মানুষের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার সকালে ফেঞ্চুগঞ্জের হাটুভাঙ্গা ইদগা ময়দানে তিনি ইদুল ফিতরের নামাজ আদায় করেন। পরে তিনি নূরপুরে বড়বাড়ী বাসভবনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণে সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তবে বাংলাদেশ বিশ্বের বুকে সমৃদ্ধশালী দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
Leave a Reply