সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার ৫টি ইউনিয়নের ২২টি স্থানে ইফতারি বিতরণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ বাজারে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি রিভার ভিউ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় ইফতারি বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখেন, উপজেলা সহ সভাপতি মীর সাখাওয়াত হোসেন তরু, মিছবাহ আহমদ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, রাজু আহমদ রাজা, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেইছ চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মইন উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেবনাথ প্রমুখ।
এর আগে দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে ক্বোরআনে খতম ও মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন, দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিছবাহ আহমদ।
বাদ জুম্মা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মসজিদের পাশে মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply