নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে আশালীন মন্তব্য করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সিলেটে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে।
সোমবার দুপুরে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার বাদি হয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। এতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে পাঁচ শ কোটির টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। বিচারক সাইফুজ্জামান হিরো মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, মাহমুদুর রহমান ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বাংলাদেশ, সরকার, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সম্পর্কে মিথ্যা ও অশালীন বক্তব্য রাখেন।
অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, অভিযুক্ত মাহমুদুর রহমান মিথ্যা প্রচারণা চালিয়ে সরকার ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার প্রয়াস চালাচ্ছেন। এই অপপ্রচার রাষ্ট্র ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন করে তুলছে। এর মাধ্যমে তিনি রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন।
Leave a Reply