নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবন নিয়ে ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার ৬ আগস্ট দুপুর ২টায় দক্ষিণ সুরমার সিলেট টেকনিক্যাল রোডে (বাবনা মোড়ের দক্ষিণ পার্শে জিঞ্জুর শাহ মাজার সংলগ্ন) স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সিলেট জেলা, সকল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply